Our work continues to shape the lives of many women, who battle against the odds in foreign lands by offering both pre and post departure support and training.
USS started its journey back in 1979 in the Saghata Sub-district of Gaibandha in Bangladesh. As a non-profit organization, USS has been working with the poor, disadvantaged, marginalized people and communities especially rural women to achieve sustainable development in remote rural areas. The organization is established around an event. The current executive director of the organization, while a student, saw an elite man in the village beating an innocent poor helpless family and harassing them by the police. Then the director along with some friends proved to the police that the poor and helpless family was innocent and later the police released the family. The Executive Director and the founder of USS realized from the incident that injustice can be protested in the society if everyone is in alliance, and the only way to be in this alliance is to stay organized. From that realization, USS started its first journey on 18 May 1979.
Read MoreMission: The missions of the organization is to create employment through increasing knowledge and skills, mobilization local resources, dissemination of information and technology, creation of friendly environment for development, social and economic empowerment, gender equity & equality and establish human rights
Vision: Justice and knowledge-based self-supporting (Swabolombee) Society Governance.
অদ্য ০৫/১২/২০২৪ ইং তারিখে মেনোনাইট সেন্ট্রাল কমিটি(MCC) এর সহযোগিতায় উদয়ন স্বাবলম্বী সংস্থা(USS)কতৃক আয়োজিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ (SFSLV) প্রকল্পের শেয়ারিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ইসহাক আলী,UNO সাঘাটা উপজেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,সাঘাটা, বিশেষ অতিথি জনাব,পবন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান উপ-সহকারী কৃষি অফিসার বিশেষ অতিথি চেয়ারম্যান সেলিম আহম্মদ তুলিপ,৬নং ঘুড়িদহ ইউনিয়ন,সাঘাট। বিশেষ অতিথি জনাব রোকসানা সুলতানা,স্বাস্থ্য কর্মী,সাঘাটাএবং মহিলা ইউপি সদস্য সুমি বেগম ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল,উদয়ন মহিলা ডিগ্রী কলেজ এবং নির্বাহী পরিচালক জনাব শাহাদাত হোসেন মন্ডল, USS,এছাড়াও উপকারভোগী সহ মোট উপস্থিতি ৬০জন।শেয়ারিং ওয়ার্কসপে মাঠ পর্যায়ে কাজে ব্যবহারিত বিভিন্ন প্রযুক্তি,মডেল সবজি বাগান,কলশি পদ্ধতি,ভার্টিকেল গার্ডেন, ঝুলন্তবাগান ,ভার্মি কম্পোষ্ট,ভালো অর্জন সমূহ ,হাঁস ও ছাগল পালন পদ্ধতি,রোগ ও টিকা গ্রহন ডেমো আকারে উপস্থাপন করা হয় এবং সদস্যদের উৎপাদিত মানসম্পন্ন কৃষিজ পন্য ,শেলাই মেশিনে তৈরি বিভিন্ন পোশাক, কাথা প্রদর্শন করেন।আলোচনা শেষে ১০জন উপকারভোগীর হাতে শেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আইআইডির সহযোগিতায় উদয়ন সাবলম্বী সংস্থার বাস্তবায়নে ইউথ ভলান্টিয়ারদের নিয়ে উঠান বৈঠক করা হয়। সেখানে ধানঘরা গ্রামের ৬টি পাড়ার অভিভাবকদের নিয়ে স্কুল বাজেট / ইউনিয়ন বাজেট সংক্রান্ত আলোচনা করা হয়।সেখানে অভিভাবক উপস্থিত ছিল ১৩৪ জন
মেনোনাইট সেন্ট্রাল কমিটি(MCC)-বাংলাদেশ এর সহযোগীতায় উদয়ন স্বাবলম্বী সংস্থার বাস্তবায়নে SFSLV প্রকল্পের আওতায় অদ্য ৩০/১০/২০২৪ইং তারিখে "দুর্যোগ ব্যবস্থাপনা"বিষয়ক ১ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি সভাপতিত্ব করেন জনাব মো:মোস্তাফিজুর রহমান,উদয়ন মহিলা ডিগ্রী কলেজ,পুটিমারী, সাঘাটা, গাইবান্ধা। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিথুন কুন্ড উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সাঘাটা, গাইবান্ধা ।বিশেষ অতিথি জনাব সেলিম আহমেদ তুলিপ,ইউপি ঘুড়িদহ ইউনিয়ন, ও উপসহকারী কৃষি অফিসার জনাবা আন্জুয়ারা বগম,সাঘাটা, গাইবান্ধা ।এছাড়াও PO,FO, সুবিধাভোগী ,কিশোর-কিশোরী ও UP ওয়ার্ড সদস্য সহ মোট অংশগ্রহনকারী ৩৫ জন।
MCC বাংলাদেশের সহযোগিতায় উদয়ন স্বাবলম্বী সংস্থার উদ্যোগে অদ্য ২৪-১০-২০২৪ইং তারিখে IGA off fram মূলক কার্যক্রম "শেলাই প্রশিক্ষণ "কার্যক্রম শুরু হয়।২ ধাপে মোট ১৯ জন আগ্রহী সুবিদাভোগীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।এর মাধ্যমে তারা নতুন ডিজাইন এবং ফ্যাশন রচনার ক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা তাদের উদ্যোগশীলতা এবং সৃজনশীলতা বাড়াবে। তারা নিজেদের নলেজ এবং কাজের মাধ্যমে আর্থিক স্বায়ত্ততা অর্জন ও পরিবারকে আত্ননির্ভশীল করতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস এবং স্বাধীনতা তৈরি করতে সাহায্য করবে ।