Mcc বাংলাদেশের সহযোগিতায় এবং উদয়ন স্বাবলম্বী সংস্থার আয়োজনে ৬ নং ঘুড়িদহ ইউনিয়নে বাস্তবায়িত," ঝুঁকিপূণ জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা ও জীবন জীবিকায় জোরদারকরণ (sfslv) প্রকল্পটি।উক্ত প্রকল্পের আওতায় অদ্য-১৭/০২/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয় Project End Workshop. অদ্যকার সমাপনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন বর্মন, সহকারী কমিশনার ভূমি,সাঘাটা,গাইবান্ধা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুল আলম উপজেলা প্রানী সম্পদ অফিসার, শরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার, সামিউল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার, কামরুজ্জামান, উপজেলা আই সি টি অফিসার, সাহেনা খাতুন, উপজেলা আনসার ভিডিপি অফিসার, সাঘাটা, গাইবান্ধা এবং উপস্থিত ছিলেন পরিবার কল্যান সহকারী রোকসানা সুলতানা এছাড়া কিশোর কিশোরী ও সুবিধাভোগী সহ মোট উপস্থিতি ৫৫ জন।নির্বাহী পরিচালকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম সমূহের সংক্ষিপ্ত আলোচনা করা হয়। প্রত্যেক দলের উপকারভোগীরা নিজ নিজ সফলতার গল্প তুলে ধরেন। এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য উদয়ন স্বাবলম্বী সংস্থা ও MCC বাংলাদেশ কে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সাথে যাতে এরূপ কার্যক্রম আগামীতে বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা করেন। উক্ত কর্মশালায় অতিথি মহোদয়গণ আগামীতে বিভিন্ন কারিগরি সহায়তা প্রদানে আশ্বাস প্রদান করেন। কর্মশালা শেষে অতিথি মহোদয়গণ প্রকল্পে বাস্তবায়িত বিভিন্ন প্রদর্শনী যেমন, মেডিকেল ক্যাম্প,হাঁস পালন,মাচায় ছাগল পালন, গ্রাম বাংলার নকশি পিঠা, ভার্মি কম্পোষ্ঠ প্রদশনী,কৃষি পণ্য, লাউ,শিম,মরিচ, ইত্যাদি স্টল ঘুরে দেখেন।
অদ্য ০৫/১২/২০২৪ ইং তারিখে মেনোনাইট সেন্ট্রাল কমিটি(MCC) এর সহযোগিতায় উদয়ন স্বাবলম্বী সংস্থা(USS)কতৃক আয়োজিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ (SFSLV) প্রকল্পের শেয়ারিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ইসহাক আলী,UNO সাঘাটা উপজেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,সাঘাটা, বিশেষ অতিথি জনাব,পবন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান উপ-সহকারী কৃষি অফিসার বিশেষ অতিথি চেয়ারম্যান সেলিম আহম্মদ তুলিপ,৬নং ঘুড়িদহ ইউনিয়ন,সাঘাট। বিশেষ অতিথি জনাব রোকসানা সুলতানা,স্বাস্থ্য কর্মী,সাঘাটাএবং মহিলা ইউপি সদস্য সুমি বেগম ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল,উদয়ন মহিলা ডিগ্রী কলেজ এবং নির্বাহী পরিচালক জনাব শাহাদাত হোসেন মন্ডল, USS,এছাড়াও উপকারভোগী সহ মোট উপস্থিতি ৬০জন।শেয়ারিং ওয়ার্কসপে মাঠ পর্যায়ে কাজে ব্যবহারিত বিভিন্ন প্রযুক্তি,মডেল সবজি বাগান,কলশি পদ্ধতি,ভার্টিকেল গার্ডেন, ঝুলন্তবাগান ,ভার্মি কম্পোষ্ট,ভালো অর্জন সমূহ ,হাঁস ও ছাগল পালন পদ্ধতি,রোগ ও টিকা গ্রহন ডেমো আকারে উপস্থাপন করা হয় এবং সদস্যদের উৎপাদিত মানসম্পন্ন কৃষিজ পন্য ,শেলাই মেশিনে তৈরি বিভিন্ন পোশাক, কাথা প্রদর্শন করেন।আলোচনা শেষে ১০জন উপকারভোগীর হাতে শেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আইআইডির সহযোগিতায় উদয়ন সাবলম্বী সংস্থার বাস্তবায়নে ইউথ ভলান্টিয়ারদের নিয়ে উঠান বৈঠক করা হয়। সেখানে ধানঘরা গ্রামের ৬টি পাড়ার অভিভাবকদের নিয়ে স্কুল বাজেট / ইউনিয়ন বাজেট সংক্রান্ত আলোচনা করা হয়।সেখানে অভিভাবক উপস্থিত ছিল ১৩৪ জন
মেনোনাইট সেন্ট্রাল কমিটি(MCC)-বাংলাদেশ এর সহযোগীতায় উদয়ন স্বাবলম্বী সংস্থার বাস্তবায়নে SFSLV প্রকল্পের আওতায় অদ্য ৩০/১০/২০২৪ইং তারিখে "দুর্যোগ ব্যবস্থাপনা"বিষয়ক ১ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি সভাপতিত্ব করেন জনাব মো:মোস্তাফিজুর রহমান,উদয়ন মহিলা ডিগ্রী কলেজ,পুটিমারী, সাঘাটা, গাইবান্ধা। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিথুন কুন্ড উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সাঘাটা, গাইবান্ধা ।বিশেষ অতিথি জনাব সেলিম আহমেদ তুলিপ,ইউপি ঘুড়িদহ ইউনিয়ন, ও উপসহকারী কৃষি অফিসার জনাবা আন্জুয়ারা বগম,সাঘাটা, গাইবান্ধা ।এছাড়াও PO,FO, সুবিধাভোগী ,কিশোর-কিশোরী ও UP ওয়ার্ড সদস্য সহ মোট অংশগ্রহনকারী ৩৫ জন।
MCC বাংলাদেশের সহযোগিতায় উদয়ন স্বাবলম্বী সংস্থার উদ্যোগে অদ্য ২৪-১০-২০২৪ইং তারিখে IGA off fram মূলক কার্যক্রম "শেলাই প্রশিক্ষণ "কার্যক্রম শুরু হয়।২ ধাপে মোট ১৯ জন আগ্রহী সুবিদাভোগীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।এর মাধ্যমে তারা নতুন ডিজাইন এবং ফ্যাশন রচনার ক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা তাদের উদ্যোগশীলতা এবং সৃজনশীলতা বাড়াবে। তারা নিজেদের নলেজ এবং কাজের মাধ্যমে আর্থিক স্বায়ত্ততা অর্জন ও পরিবারকে আত্ননির্ভশীল করতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস এবং স্বাধীনতা তৈরি করতে সাহায্য করবে ।
ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে উদয়ন স্বাবলম্বী সংস্থার বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন প্রকল্পের জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় এই প্রকল্পের বিভিন্ন কাজ যেমন প্রান্তিক নারীদের নিয়ে স্বনির্ভর দল গঠন,তাদের নিয়ে কমিউনিটি বেইজড অর্গানাইজেশন তৈরী,গণকেন্দ্র নির্বাচনের মাধ্যমে ৩টি ইউনিয়ন ফেডারেশন গঠন,স্থানীয় পর্যায়ে পলিসি ডায়লগ,বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে ক্যাম্পেইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শাহাদত হোসেন মন্ডল,নির্বাহী পরিচালক, উদয়ন স্বাবলম্বী সংস্থা। তিনি জানান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় উদয়ন স্বাবলম্বী সংস্থা দীর্ঘদিন যাবত শিক্ষা,নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান,মহাপরিচালক,এনজিও বিষয়ক ব্যুরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, পরিচালক,এনজিও বিষয়ক ব্যুরো,মঈনুল ইসলাম,পরিচালক,এনজিও বিষয়ক ব্যুরো,আইয়ুব খান,ডেপুটি ডিরেক্টর,সমাজসেবা অধিদপ্তর,শামসুল হুদা,নির্বাহী পরিচালক, এএলআরডি, রঞ্জন কুমার,নির্বাহী পরিচালক, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট, সাইদ আহমেদ, সিইও, আইআইডি,শাহজাহান আলী,সহকারী পরিচালক,সমাজসেবা অধিদপ্তর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালক, এনজিও প্রতিনিধি এবং উক্ত প্রকল্পের সদস্য ও নারী নেত্রীগণ।
মেনোনাইট সেন্ট্রাল কমিটি(MCC)-বাংলাদেশ এর সহযোগীতায় উদয়ন স্বাবলম্বী সংস্থার বাস্তবায়নে SFSLV প্রকল্পের আওতায় ০৪/০৯/২০২৪ইং তারিখে অনুষ্ঠিতব্য "জেন্ডার ও জলবায়ু পরিবর্তন "বিষয়ক ১ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি সভাপতিত্ব করেন জনাব মো:শাহাদাত হোসেন মন্ডল, নির্বাহী পরিচালক,উদয়ন স্বাবলম্বী সংস্থা(ইউ.এস.এস)। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ রেবা বেগম উপজেলা প্রানি সম্পদ অফিসার, সাঘাটা, গাইবান্ধা ।বিশেষ অতিথি জনাব পবন কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,সাঘাটা, গাইবান্ধা এবং উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাঘাটা, গাইবান্ধা ।এছাড়াও PO,FO ও সুবিধাভোগী সহ মোট অংশগ্রহনকারী ৩০ জন।